মাস্ক ব‍্যবহার না করলে ১০০ টাকা , প্লাস্টিক ব‍্যবহারে ৫০০ টাকা জরিমানা

30th July 2021 5:43 pm মালদা
মাস্ক ব‍্যবহার না করলে ১০০ টাকা , প্লাস্টিক ব‍্যবহারে ৫০০ টাকা জরিমানা


দেবাশীষ পাল ( মালদা ) :  মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ফাইন দিতে হবে ১০০ টাকা ।  তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করলে ফাইন দিতে হবে ৫০০ টাকা। ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এই সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড় অভিযান শুরু হল। শুক্রবার সকাল থেকে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড় সহ শহরের একাধিক এলাকায় এই অভিযান চালান ইংরেজবাজার পৌরসভার কর্মীরা। শহরে বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মাক্স ছাড়া রাস্তায় বেড়ানোর অভিযোগে প্রায় ১০ জনকে আটক করে ১০০ টাকা করে ফাইন করা হয়। তার পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধ, রাস্তা জবর দখল করে দোকান পাট করা যাবেনা সহ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষ এবং দোকানদারদের মধ্যে।অন্য দিকে জেলার বিভিন্ন জায়গায় চলছে প্রশাসনের তরফে মাইকিং মাস্ক ব্যবহার করুন নইলে দিতে হবে জারিবার এমনি ছবি ধরা পড়লো হবিবপুর থানার পুলিশ রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় মাস্ক ছারা যারা বাইরে বেরিয়েছেন তাদের মধ্যে ২০ জন কে আটক করলো হবিবপুর থানার পুলিশ শুক্রবার সকাল থেকে ধরপাকড় শুরু হয় জেলার বিভিন্ন থানা এলাকায়।





Others News